চালকের আসনে চান্নি, পঞ্জাবের বহরে ৫৮টি নতুন বাস অন্তর্ভুক্ত

চন্ডীগড়, ২৯ ডিসেম্বর (হি.স.): বাস চালকের আসনে পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি, বাসও চালালেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। বুধবার পঞ্জাবের বহরে ৫৮টি নতুন বাস অন্তর্ভুক্ত করার কর্মসূচিতে অংশ নিয়ে স্বল্প দূরত্বের জন্য একটি নতুন বাস চালান চান্নি। পঞ্জাবের মুখ্যমন্ত্রী দফতর-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ৪০০ কোটি টাকা ব্যয়ে রাজ্যের বহরে যোগ করা মোট ৮৪২টি আধুনিক যানবাহনের অংশ হিসেবে ৫৮টি নতুন বাস অন্তর্ভুক্ত করেছেন মুখ্যমন্ত্রী, নিজেই চণ্ডীগড়ে তাঁর সরকারি বাসভবন থেকে বাস চালান।

মুখ্যমন্ত্রী চান্নি এদিন ঘোষণা করেছেন, সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বিনামূল্যে বাস ভ্রমণের সুবিধা পাবেন। এই সিদ্ধান্ত রাজ্যের লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীদের শিক্ষা নিশ্চিত করতে উপকৃত করবে। চান্নির আরও জানান, “আমরা সামগ্রিক অবকাঠামোকে আরও শক্তিশালী করতে ১০৫টি বাস টার্মিনাল নির্মাণ ও সংস্কার করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *