Electrocuted : গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক যুবকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর।। বোধজং নগর এলাকার আর কে নগরে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক যুবকের। মৃত যুবকের নাম ইনুস আলী।ঘটনার বিবরণে জানা যায়, ইনুস আলী নামে ওই যুবক প্রতিবেশীর বাড়িতে গাছের ডালে উঠে গাছের ডাল কাটার জন্য।

গাছের ডাল কাটার সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের উপর থেকে নিচে পড়ে যায়। স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে দমকল বাহিনীকে খবর দেন। দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়।কিন্তু শেষ রক্ষা করা যায়নি।জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পারিবারিক সূত্রে জানা গেছে,তার স্ত্রী পুত্র সন্তান সহ অন্যান্য আত্মীয়-স্বজন রয়েছে।তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।