খার্তুম, ২৯ ডিসেম্বর (হি. স.) : সুদানের পরিত্যক্ত সোনার খনি ধসে নিহত কমপক্ষে ৩৮ জন। স্থানীয় সময় মঙ্গলবার সুদানের পশ্চিম কর্দোফান প্রদেশে ঘটেছে এই দুর্ঘটনাটি। দু’টি ড্রেজার চালিয়ে উদ্ধারকাজ চলছে।
সুদানের খনি কোম্পানির এক বিবৃতিতে জানানো হয়েছে, রাজধানী খার্তুম থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণে ফুজা গ্রামে এদিন ওই পরিত্যক্ত খনিটি ধসে পড়ে। জানা গিয়েছে, দারসায়া খনিতে বেশ কয়েকটি খাদ ধসে পড়েছে। এতে আহত আরও ৮ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় গ্রামবাসীরা।