করোনা-আক্রান্ত মহারাষ্ট্রের স্কুল শিক্ষামন্ত্রী বর্ষা, রয়েছে মৃদু উপসর্গ

মুম্বই, ২৮ ডিসেম্বর (হি.স.): করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন মহারাষ্ট্রের স্কুল শিক্ষামন্ত্রী বর্ষা একনাথ গায়কোয়াড়। মঙ্গলবার বর্ষা নিজেই টুইট করে জানিয়েছেন, আমি করোনায় সংক্রমিত হয়েছি। রয়েছে মৃদু উপসর্গ। বর্ষা জানিয়েছেন, তিনি ভালো আছেন এবং নিজেকে নিভৃতবাসে রেখেছেন। বিগত কয়েকদিনে তাঁর সান্নিধ্যে যাঁরা এসেছিলেন, তাঁদেরও করোনা-পরীক্ষা করিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বর্ষা।

মহারাষ্ট্রের স্কুল শিক্ষামন্ত্রী বর্ষা একনাথ গায়কোয়াড় টুইট করে জানিয়েছেন, “সোমবার সন্ধ্যায় উপসর্গ দেখা দেয়, টেস্ট করার পর মঙ্গলবার জানতে পারি আমি করোনায় আক্রান্ত হয়েছি। আমার উপসর্গ মৃদু। ভালো আছি এবং নিজেকে আইসোলেট করেছি। গত কয়েকদিন যাঁরা আমার সঙ্গে দেখা করেছিলেন তাঁদের সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করছি।”