Farmer : কৃষকদের স্বাবলম্বী করে তুলতে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে : কৃষক কল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ক’ষকদের কল্যাণে সারা দেশে কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্প চালু করা হয়েছে৷ এই প্রকল্প চালু হওয়ায় ক’ষকদের জমি বন্ধক রেখে ব্যবসায়ীদের কাছ থেকে এখন আর ঋণ নিতে হয়না৷ ভারত স্বাধীন হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই প্রথম ক’ষকদের কল্যাণে এধরণের উদ্যোগ গ্রহণ করেছেন৷ আজ শান্তিরবাজার মহকুমার বেতাগায় ১ হাজার মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন বীজ এবং খাদ্য গুদামের উদ্বোধন করে একথা বলেন ক’ষি ও ক’ষক কল্যাণ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহরায়৷ এই প্রকল্প রূপায়ণে ব্যয় হয়েছে ১ কোটি ২৫ লক্ষ টাকা৷


ক’ষক কল্যাণ দপ্তরের মন্ত্রী বলেন, রাজ্যে ২ লক্ষেরও বেশী ক’ষক পরিবার ক’ষক সম্মাননিধি প্রকল্পে বছরে ৬ হাজার টাকা করে পাচ্ছেন৷ আমাদের রাজ্য ছোট হলেও ক’ষি ও ক’ষকদের কল্যাণে রাজ্য সরকার ৩৬১ কোটি টাকা ইতিমধ্যেই ব্যয় করেছে৷ তিনি বলেন, ক’ষকগণ যদি তাদের উৎপাদিত ফসল সঠিক মূল্যে বিক্রি করতে না পারেন তবে তারা স্বাবলম্বী হতে পারবেননা৷ কেন্দ্র ও রাজ্য সরকার ক’ষকদের স্বাবলম্বী করে তুলতে গত ২ বছরে বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে৷ ক’ষকদের উৎপাদিত ফসল রক্ষা করার জন্য রাজ্য সরকার এধরণের আরও গোডাউন তৈরী করার পরিকল্পনা নিচ্ছে৷ পূর্বতন রাজ্য সরকারের সময়ে অনেক ক’ষক রাজনৈতিক কারণে বিভিন্নভাবে বি’ত হয়েছেন৷ ক’ষকগণ উপলব্ধি করেছেন বর্তমান রাজ্য সরকারের সময়ে তারা সুুরক্ষিত আছেন৷ তিনি ক’ষকদের প্রতি আহ্বান জানান তারা যেন কোন প্রকার অপপ্রচারে বিভ্রান্ত না হন৷


বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক প্রমোদ রিয়াং বলেন, ভবিষ্যতের প্রয়োজনের কথা মাথায় রেখে বর্তমান সরকার ক’ষকদের কল্যাণে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে৷ রাজ্য সরকার এমন আরও খাদ্য গুদাম তৈরী করার পরিকল্পনা গ্রহণ করেছে৷ উদ্বোধনী অনুষ্ঠানে কোয়াইফাং ফার্মার্স কো-অপারেটিভ লিমিটেডকে ৪টি পাওয়ার টিলার, ২টি পোর্টেবল ওয়াটার পাম্পসেট, ২টি স্পেয়ার মেশিন ৯৫ শতাংশ ভর্তকীতে দেওয়া হয়েছে৷ ক’ষিমন্ত্রী এসব যন্ত্রপাতি সমবায়ের প্রতিনিধির হাতে তুলে দেন৷ অনুষ্ঠানে বকাফা প’ায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস, বকাফা বিএসি’র চেয়ারম্যান গৌরী শংকর রিয়াং, শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারপার্সন স্বপন বৈদ্য, ভাইস চেয়ারপার্সন সত্যবত সাহা, শান্তিরবাজার মহকুমার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷