Accidents : পৃথক স্থানে দূর্ঘটনায় নিহত দুই, আহত পাঁচ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর৷৷ বেপরোয়া লরির ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন পাঁচজন৷ দূর্ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে ধলাই জেলার জহরনগর বিএসএফ ক্যাম্প সংলগ্ণ এলাকায়৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম কলবী চাকমা৷ বয়স ৫০৷ আহতদের আমবাসা ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে কুলাইস্থিত ধলাই জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য৷


জানা গিয়েছে, একটি অটো যাত্রী নিয়ে যাচ্ছিল৷ বিপরীত দিক থেকে আসা একটি বার চাকার ট্রাকের ধাক্কায় অটোটি দুমরে মুচড়ে যায়৷ অটোর চালক সহ সব যাত্রীই আহত হয়৷ আহতদের মধ্যে ওই মহিলা যাত্রীর মৃত্যু হয়৷ উল্লেখ, গতকালও আমবাসা থানা এলাকায় দূর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছিল৷ মাত্র চবিবশ ঘন্টার ব্যবধানে আমবাসা থানা এলাকায় দূর্ঘটনায় দুইজনের মৃত্যুতে উদ্বেগের সৃষ্টি হয়েছে৷