Destroyed : কলমচৌড়ায় অর্ধ কোটি টাকার গাঁজা বাগিচা ধবংস, বুক চাপড়ে কাঁদলেন চাষীরা

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২৬ ডিসেম্বর৷৷ পর্দার আড়ালে থাকা গাঁজা মাফিয়াদের আস্ফালনে গাঁজার সাম্রাজ্যে পরিণত সোনামুড়া মহকুমায়৷আর এই গাঁজার সাম্রাজ্য ধবংস করতে ময়দানে কলমচৌড়া থানার পুলিশ ও১৫০ ব্যাটালিয়ান বি এস এফ জোয়ানরা৷পর পর কয়েকবার গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযানে নেমে বিস্তীর্ণ এলাকাজুড়ে গজিয়ে ওঠা গাঁজা বাগান ধবংস করে চলেছে পুলিশ৷ কলমচৌড়া থানার এস আই রথীন্দ্র দেববর্মা সহ বিএসএফের উর্ধতন কর্তৃপক্ষরা৷


বি এস এফ মোবাইল ফোন ট্র্যাকের মাধ্যমে গাজা বাগান চিহ্ণিত করে গাজা বিরোধী অভিযানে নামে৷কলমচৌড়া থানাধীন উত্তর কলমচৌড়া এলাকার জঙ্গলে এই গাঁজা বিরোধী অভিযান চালায়৷এই অভিযানের টিলাভূমিতে ১০হেক্টর বিস্তীর্ণ এলাকাজুড়ে গজিয়ে ওঠা প্রায়৫০হাজারেরও বেশি গাঁজা গাছ কেটে ধবংস করে ভস্মীভূত করে দেয় পুলিশ৷যার বাজার মূল্য প্রায় ৫০ লক্ষাধিক টাকার উপর হবে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে৷


রবিবারে প্রাতঃ ১০ ঘটিকা থেকে পুলিশ ও বি এস এফের কাছে গোপন সূত্র মারফত একটি খবর আসে কলমচৌড়া থানাধীন উত্তর কলমচৌড়া গভীর জঙ্গলের বন দপ্তরের টিলাভূমিতে বিস্তীর্ণ এলাকা জুড়ে কয়েকটি জায়গায় গাঁজার অবাধ বিচরণ হচ্ছে৷আর সেই খবরের ভিত্তিতেই বক্সনগর বন দপ্তরের কর্মীরা সহ থানার পুলিশ ও টি এস আর বাহিনী গভীর জঙ্গলের টিলাভূমিতে দফায় দফায় হানাদারি চালায়৷রবিবারে এই অভিযানে ছিলেন কলমচৌড়া থানার f৬ এর পাতায় দেখুন