শ্রীনগর, ২৭ ডিসেম্বর (হি.স.): বৈদ্যুতিক শর্টসার্কিটের জেরে বিস্ফোরণ হল গভর্নমেন্ট মেডিকেল কলেজ (জিএমসি) বারামুল্লার অক্সিজেন প্ল্যান্টে। বিস্ফোরণে আহত হয়েছেন দু’জন টেকনিশিয়ান। তবে, অক্সিজেন প্ল্যান্টে কোনও প্রভাব পড়েনি, অক্সিজেন প্ল্যান্ট স্বাভাবিকভাবেই কাজ করেছে। জিএমসি-র প্রিন্সিপাল জানিয়েছেন, সোমবার সকালে জিএমসি বারামুল্লার অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণে দু’জন টেকনিশিয়ান আহত হয়েছেন।
যান্ত্রিক ত্রুটি ও শর্টসার্কিটের জেরে এই বিস্ফোরণ হয়েছে বলে মনে করা হচ্ছে। বিস্ফোরণে দু’জন টেকনিশিয়ান দগ্ধ্ হয়েছেন। তাঁদের শ্রীনগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিএমসি-র প্রিন্সিপাল জানিয়েছেন, অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের কোনও প্রভাব পড়েনি, অক্সিজেন প্ল্যান্ট স্বাভাবিকভাবেই কাজ করেছে।