ওয়াশিংটন, ২৭ ডিসেম্বর (হি.স.): দৈনিক কোভিড-সংক্ৰমণ একধাক্কায় অনেকটাই কমে গেল আমেরিকায়, নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে দৈনিক মৃত্যুও। আগের দিনই আমেরিকায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ১ লক্ষ ২১ হাজারের বেশি নাগরিক। বিগত ২৪ ঘন্টায় সেই সংখ্যা কমে লক্ষের নীচে নেমে এসেছে। বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৩৮৪ জন, যা আগের দিনের তুলনায় অনেকটাই কম। নতুন করে ৯৬,৩৮৪ জন সংক্রমিত হওয়ার পর আমেরিকায় এযাবৎ ৫৩,২২২,৪২৪ জন কোভিডে আক্রান্ত হয়েছেন।
পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় মৃত্যু হয়েছে মাত্র ৫২ জনের। নতুন করে ৫২ জনের মৃত্যুর পর আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৮ লক্ষ ৩৭ হাজার ৮৫৪ জনের। আমেরিকায় কোভিড থেকে সেরে ওঠার সংখ্যাটা কম নয়, মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৪১,০৩১,০১৮ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ১১,৩৫৩,৫৫২-এ পৌঁছেছে।