Blood donation : রক্তদানে যুব সমাজকে আরও বেশি করে এগিয়ে আসতে বললেন বিধানসভার অধ্যক্ষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর৷৷ স্বেচ্ছা রক্তদান ভগবানের দানের মত৷ স্বেচ্ছা রক্তদানে হিন্দ, মুসলিম, খীষ্টান, জৈন ভেদাভেদ থাকে না৷ রক্তদান হচ্ছে এক অপূর্ব মেলবন্ধন৷ স্বেচ্ছায় রক্তদান করলে শরীর ও মন ভাল থাকে৷ একজনের রক্তে একটি মূল্যবান প্রাণ বাঁচে৷ এই মহৎ কাজে যুব সমাজকে আরও বেশি করে এগিয়ে আসতে হবে৷ আজ সকালে আগরতলার সেবা ও সহায়তা পরিষদ আয়োজিত মঠচৌমুহনীস্থিত কাঠিয়াবাবা মিশন সুকল প্রাঙ্গণে স্বেচ্ছা রক্তদান শিবিরে প্রধান অতিথির ভাষণে একথা বলেন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্ক’তি মন্ত্রী সুুশান্ত চৌধুরী, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজমদার, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, পুলিশী দায়বদ্ধতা কমিশনের চেয়ারপার্সন অবসরপ্রাপ্ত বিচারপতি স্বপন চন্দ্র দাস, জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা ডা. বিশাল কুমার, রামক’ষ্ণ মিশনের সন্যাসী স্বামী জ্যোতিরানন্দ মহারাজ, শিক্ষাবিদ পরেশ চন্দ্র চক্রবর্তী, সেবা ও সহায়তা পরিষদের সভাপতি পীযূষকান্তি সরকার প্রমুখ৷


রক্তদান শিবিরে প্রধান অতিথির ভাষণে বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী সর্বপ্রথমে ভগবান যীশুখীষ্ট ও ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর প্রতি বিনম শ্রদ্ধা’াপন করেন৷ তিনি বলেন, প্রভু যীশু আমাদেরকে ক্ষমা ও সহিষ্ণুতা শিখিয়েছেন৷ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রচেষ্টাতেই পিছিয়েপড়া উত্তর-পূর্বা’ল আজ অনেকদূর এগিয়ে গেছে৷ তিনি বলেন, আগে সংশয় ছিল রক্ত দিলে শরীর দুর্বল হবে৷ শরীরের ক্ষতি হবে৷ সেটা ছিল ভ্রান্ত ধারণা৷ স্বেচ্ছা রক্তদানে বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা ও যুবারা এখন এগিয়ে আসছেন৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আত্মনির্ভর ভারত ও আত্মনির্ভর ত্রিপুরা গড়ার স্বপ দেখছেন৷ তাই ত্রিপুরাকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য শুধু সরকারি চাকুরী নয়, চাই আত্মনির্ভরতা৷ আজ রাজ্যে লাইট হাউজ প্রজেক্ট, মার্ট সিটি, লজিস্টিক হাব, বিশেষ অর্থনৈতিক অ’লের মতো প্রকল্প রূপায়িত হচ্ছে৷ রাজ্যের উৎপাদিত পণ্য এখন দেশ বিদেশে রপ্তানি হচ্ছে৷ এতে রাজ্যের ক’ষকরা লাভবান হচ্ছেন৷ রাজ্যে এখন উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে৷ আগামী দিনে ত্রিপুরা হয়ে উঠবে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার৷ নতুন ভোরের সূর্যোদয় দেখছে ত্রিপুরা৷
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেবা ও সহায়তা পরিষদের সম্পাদিকা শাশ্বতী দাস৷ অনুষ্ঠান শুরুর আগে অতিথিগণ স্বামী বিবেকানন্দের প্রতিক’তিত্বে পুপার্ঘ অর্পণ করে শ্রদ্ধা ’াপন করেন৷ রক্তদান শিবিরে মোট ৫৪ জন স্বেচ্ছায় রক্তদান করেন৷ এরমধ্যে ১৫ জন মহিলা ছিলেন৷ এ উপলক্ষে আয়োজিত হয় বর্ণাঢ্য সাংস্ক’তিক অনুষ্ঠান৷