মুম্বই, ২৬ ডিসেম্বর (হি.স) : জন্মদিনের আগের দিনে দুর্ঘটনার কবলে পড়লেন বলিউড ‘ভাইজান’ সলমান খান। সাপে কামড়েছে তাঁকে। পানভেলের খামারবাড়িতে সময় কাটছিলেন অভিনেতা। সেখানেই ঘটে এই ঘটনা।
তড়িঘড়ি করে অভিনেতাকে নিয়ে যাওয়া হয় নবী মুম্বইয়ের এক হাসপাতালে। সেখানে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাঁকে।
আগামীকাল ২৭ ডিসেম্বর অভিনেতার ৫৬ তম জন্মদিন। ঠিক তার আগেই দুর্ঘটনার সম্মুখীন অভিনেতা। আগাগোড়াই পরিবার এবং অনুরাগীদের সঙ্গে নিজের বিশেষ দিন উদ্যাপন করেন ‘ভাইজান’। তবে শোনা গিয়েছিল, গত বছর জন্মদিনেও পানভেলের খামারবাড়িতেই কাছের মানুষদের সঙ্গে ছিলেন তিনি।