নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৪ ডিসেম্বর৷৷ চুরি করা গাভী গরুর মাংস বিক্রি করাকে কেন্দ্র করে চুরাইবাড়ি থানাধীন শিমুলটিলা এলাকাতে তীব্র উওজনা দেখা দিয়েছে৷গরু চুরি করে মাংস বিক্রি করার দায়ে চুরাইবাড়ি থানার পুলিশ এক মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে৷ঘটনা চুরাইবাড়ি থানাধীন নদীয়া পুর শনিছড়া গ্রামের শিমুল টিলা এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায়,শুক্রবার দুপুরে উত্তর জেলার চুরাইবাড়ি থানাধীন নদীয়াপুর শনিছড়া গ্রামের দুই নং ওয়ার্ডের শিমুলটিলা মাইনোরিটি পাড়াতে জৈনকা শাড়ি বিবি স্বামী ছীকন্দর আলীর বাড়িতে একটি গাভী গরু কেটে মাংস বিক্রি করছিল৷ সেই সময় স্থানীয় জনগনের সন্দেহ হয় উক্ত গাভী গরুটি চুরির কি না৷
এলাকার জনগন মাংস বিক্রেতাদের কাছে জানতে চায় গাভী গরুটি কোথা থেকে এনেছে৷তানিয়ে মাংস বিক্রেতাদের সাতে এলাকার জনগনের বাকবিতন্ডা বাঁধে৷ খবর দেওয়া হয় চুরাইবাড়ি থানাতে৷ চুরাইবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে আসতেই মাংস বিক্রেতারা পালিয়ে যায়৷পুলিশ যে বাড়িতে মাংস বিক্রি করা হচ্ছিল সেই বাড়ির মালিক শাড়ি বিবিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে৷তবে এই ঘটনার মুল পান্ডা সাবুল উদ্দিন ও বাড়ি মালিকের মেয়ে রুপাই বিবি পালিয়ে যায় বলে এলাকাবাসীদের অভিযোগ৷সাথে অবশিষ্ট মাংস ও গাভী গরুর দেহাংশ উদ্ধার করেছে পুলিশ৷সানীয়রা অভিযোগ করে বলেন, প্রায় এক মাস যাবৎ শিমুল টিলা এলাকাতে চুরি করা গরু এনে রাতের আধারে কেটে মাংস বিক্রি করে আসছিলো কিছু দুষৃকতিকারীর দল৷তবে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা শিমুল টিলা এলাকাতে উওজনা বিরাজ করছে৷

