নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর৷৷ সালমা ব্লকের অধীনে সাউথ কচুছড়া ভিলেজ কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তিপ্রা মোথা দলের কর্মী সমর্থকরা । জানা যায় ভিলেজ স্তরের যে সকল উন্নয়ন মূলক কাজকর্ম রয়েছে সেগুলির মধ্যে রাজনৈতিক দ্বিচারিতা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিপ্রা মোথা দলের কর্মী সমর্থকরা। এ অভিযোগ এনে আজ বৃহস্পতিবার বেলা একটা নাগাদ ভিলেজ কার্যালয় তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। তাদের দাবি অতিসত্বর এই দ্বিচারিতা মনোভাব বন্ধ করে সরকারি সুযোগ সুবিধা গুলি সবাই যাতে ভোগ করতে পারে তার ব্যবস্থা করা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কচুছড়া থানার পুলিশ। এবং ছুটে আসেন সালামা আর ডি ব্লকের বাস্তুকার।
অবরোধকারীদের সাথে কথা বলেন বাস্তুকার ও কচুছড়া থানার ওসি। কিন্তু অবরোধকারীরা মানতে নারাজ। তারা চাইছেন ব্লক আধিকারিক এবং মহকুমা শাসক এসে তাদের সাথে কথা বলতে হবে। প্রায় তিন ঘন্টা পর অর্থাৎ 4 টা নাগাদ ঘটনাস্থলে ছুটে আসেন সালেমা ব্লক আধিকারিক এবং অবরোধকারীদের সাথে কথা বলেন। কিন্তু ব্লক আধিকারিক এর কথাও শুনতে নারাজ অবরোধকারীরা। তারা চাইছেন মহকুমা শাসক এসে তাদের সাথে কথা বলতে।এদিকে এ ঘটনার খবর পেয়ে কচুছড়া থানার ওসি যখন ঘটনাস্থলে আসছেন তখন উনার গাড়ির সাথে এক অবরোধকারী আঘাত পায়। এবং ওই ব্যক্তির মাথায় আঘাত লাগে। তাতে আরো উত্তেজিত হয়ে পড়ে অবরোধকারীরা এবং গাড়ী চালক অর্থাৎ পুলিশের ড্রাইভার এর উপর ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি পুলিশের ড্রাইভার এভাবে ভিড় এলাকায় গাড়ি চালানো ঠিক হয়নি । পাশাপাশি এই ঘটনার জন্য উনারা চালকের শাস্তি দাবি করে। প্রায় ৪ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর ঘটনাস্থলে এসে পৌঁছান কমলপুর মহকুমা শাসক এবং অবরোধকারীদের সাথে কথা বলেন ও তাদের সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। এরপর অবরোধকারীরা তাদের অবরোধ প্রত্যাহার করে নেয়।

