Arvind Kejriwal: দিল্লিতে টিকার ১০০ শতাংশ প্রথম ডোজ সম্পূর্ণ, ফ্রন্টলাইন কর্মীদের কুর্নিশ কেজরিওয়ালের

নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.): টিকাকরণের মাইলফলকে পৌঁছে গেল দিল্লি। দিল্লিতে টিকার প্রথম ডোজ পেয়েছেন ১০০ শতাংশ যোগ্য প্রাপক। শুক্রবার টুইট করে এমনটাই জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই মাইলফলকে পৌঁছনোর জন্য চিকিৎসক, স্বাস্থ্যকর্মী-সহ বিভিন্ন মহলকে অভিনন্দন জানিয়েছেন কেজরিওয়াল।

দিল্লির মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন, দিল্লিতে টিকার প্রথম ডোজ পেয়েছেন ১০০ শতাংশ যোগ্য প্রাপক-১৪৮.৩৩ লক্ষ। চিকিৎসক, নার্সিং ম্যানেজমেন্ট ব্যবস্থা, শিক্ষক, আশা কর্মী-সহ সমস্ত ফ্রন্টলাইন কর্মীদের কুর্নিশ। জেলাশাসক, সিডিএমও, ডিআইও এবং সমস্ত জেলা আধিকারিকদের অভিনন্দন।