টোকিও, ২৪ ডিসেম্বর (হি.স.): ফেব্রুয়ারিতে চিনের রাজধানী বেজিংয়ে বসবে ২০২২ সালের শীতকালীন অলিম্পিক্স। সেই প্রতিযোগিতায় ইতিমধ্যেই কূটনৈতিক বয়কটের ডাক দিয়েছে আমেরিকা ও অস্ট্রেলিয়া-সহ বিভিন্ন দেশ। এবার বেজিং অলিম্পিক্স কূটনৈতিক বয়কটের সিদ্ধান্ত নিল জাপান। ফেব্রুয়ারিতে বেজিং অলিম্পিক্সে কোনও সরকারি আধিকারিককে পাঠানোর পরিকল্পনা নেই জাপানের।
চিনের শিনজিংয়ায়ে উইঘুর মুসলিমদের মানবাধিকার লঙ্ঘন-সহ বিভিন্ন ঘটনার জেরেই বেজিংয়ে বসতে চলা শীতকালীন অলিম্পিক্সে কূটনৈতিক বয়কটের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। শুক্রবার জাপান সরকার সূত্রে জানা গিয়েছে, ফেব্রুয়ারিতে বেজিং শীতকালীন অলিম্পিক্সে জাপানের “সরকারি আধিকারিকদের’ পাঠানোর কোনও পরিকল্পনা নেই। তবে, জাপানের ক্রীড়াবিদরা অংশ নেবেন।

