বেঙ্গালুরুতে রাজ্যের যুবকের অস্বাভাবিক মৃত্যু

আগরতলা, ২৩ ডিসেম্বর : বেঙ্গালুরুতে কাজ করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হয়েছে রাজ্যের এক যুবকের। মৃত যুবকের নাম দেবাংশু দেব ওরফে  প্রীতম দেব। তার বাড়ি কুমারঘাটের ফটিকরায় থানাধীন সায়দারপাড় এলাকায়। কাজের সন্ধানে ওই যুবক বেঙ্গালুরুতে গিয়েছিল। সেখানেই একটি ভাড়া ঘর থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার খবর পেয়ে কুমারঘাট থেকে পরিবারের লোকজন বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওয়ানা হন।
কেন এই ঘটনা ঘটেছে সে সম্পর্কে অবশ্য এখনো বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন তা নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। তবে বেঙ্গালুরুতে কাজ করতে গিয়ে রাজ্যের যুবকের মৃত্যুর সংবাদে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে আসল রহস্য উদঘাটনের জন্য সংশ্লিষ্ট পরিবারের লোকজনরা স্থানীয় থানার মাধ্যমে ব্যাঙ্গালোর পুলিশের কাছে দাবি জানিয়েছেন।