চন্ডীগড়, ২৩ ডিসেম্বর (হি.স.): শিরোমণি অকালি দলে প্রত্যাবর্তন করলেন বর্ষীয়ান নেতা রণজিৎ সিং ব্রহমপুরা। বৃহস্পতিবার শিরোমণি অকালি দলে ফিরে এসেছেন রণজিৎ। অকালি দলের প্রত্যাবর্তনের পর রণজিৎকে অভিজ্ঞ যোদ্ধা এবং অকুতোভয় জথেদার আখ্যা দিয়েছেন শিরোমণি অকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল। এদিন দুপুরেই চন্ডীগড়ের সেক্টর ১৫-তে ব্রহমপুরার বাসভবনে যান সুখবীর।
নিজের টুইটার হ্যান্ডেলে একাধিক ছবি আপলোড করে সুখবীর জানিয়েছেন, অনেক বড় উৎসাহ, একজন অভিজ্ঞ যোদ্ধা এবং অকুতোভয় জথেদার রঞ্জিত সিং জি ব্রহমপুরা তাঁর পুরো দল-সহ আকালি পরিবারে ফিরে এসেছেন। সুখবীরের মতে রণজিৎের প্রত্যাবর্তনে আরও শক্তিশালী হবে শিরোমণি অকালি দল।