চেন্নাই, ২৩ ডিসেম্বর (হি.স.): ভারতে দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৪। এদিন সকালে তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রহ্মণ্যম জানিয়েছেন, তামিলনাড়ুতে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৪-এ পৌঁছেছে। বুধবার পর্যন্ত ছিল মাত্র এক, একধাক্কায় নতুন করে ৩৩ জনের শরীরে ওমিক্রন মিলেছে তামিলনাড়ুতে।
তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে ৩৩ জনের শরীরে ওমিক্রনের হদিশ মিলেছে। চেন্নাইতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ২৬-এর বেশি, সালেমে একজন, মাদুরাইতে ৪ জন, তিরুভানামালাইতে দু’জন। স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এযাবৎ বিভিন্ন দেশ থেকে তামিলনাড়ুতে আসা ১০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।