নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২২ ডিসেম্বর৷৷ ফের বন্য দাঁতাল হাতির উন্মত্ত তান্ডবে ক্ষতি হলো আটটি বসতঘর৷ ঘটনা কল্যাণপুর বন-দপ্তরের অধীন খগেন্দ্র বল কলোনি এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার রাতে কল্যাণপুর বন-দপ্তরের অধীন খগেন্দ্র বল কলোনি গ্রামীণ এলাকায় কয়েকটি দাঁতাল বন্য হাতি গ্রামে ঢুকে সাধারণ মানুষের বাড়ি ঘরে হামলে পড়ে৷
বন্য হাতির উন্মত্ত তাণ্ডবে নিমেষের মধ্যেই স্থানীয় ক্ষতি করে আটটি বসত ঘর৷ আত্মরক্ষার তাগিদে শুরু হয় চিৎকার-চেঁচামেচি ও দৌড়ঝাঁপ৷ যদিও এই সময়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বন-দপ্তরের কোন আধিকারিক সহ এডিএস টিম বাহিনী৷ পরবর্তীতে সকাল নাগাদ স্থানীয় গ্রামীণ এলাকার সকলের চেষ্টায় বন্য দাঁতাল হাতির দল লোকালয় ছেড়ে জঙ্গল মুখী হয়৷ বন্য দাঁতাল হাতির এই উন্মত্ত আক্রমণের ফলে যেন গ্রামের বেশ কয়েকটি পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে বসেছে৷
এখন মূলতঃ এটাই দেখার বিষয় যে সংবাদ পরিবেশনের পরেও বন-দপ্তরের আধিকারিকেরা গ্রামীণ এলাকার অসহায় মানুষদের জীবন রক্ষা করতে ফের একবার কোন রকম আদৌও কার্যকরী ভূমিকা গ্রহণ করতে সচেষ্ট হয় কি না৷ যদিও সূত্রের খবর মাঝেমধ্যে কল্যাণপুর বনদপ্তর কর্মীরা মাঠে নেমে যান বা নেমে পড়েন বাজি পটকা ফাটিয়ে বন্য হাতি তাড়াতে যান৷ ক্ষতিগ্রস্তদের প্রশ্ণ বনদপ্তর এর থেকে আর বেশি কি করতে পারেন৷ শীতের রাতে এক আতঙ্ক নিয়ে রাত্রি যাপন করতে হয় সবার৷ কখন না এসে যায় হাতির দল৷
প্রসঙ্গত, কিছুদিন অন্তর অন্তর কল্যাণপুর ও তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় বন্য হাতির দল তান্ডব চালায়৷ পাহাড়ে খাদ্যের অভাব থাকায় লোকালয়ে চলে আসছে হাতির দল৷ ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে৷ ধানের জমির পাশাপাশি রবি ফসলও নষ্ট করে দিচ্ছে হাতির দল৷ এখন বাড়িঘরে ঢুকে পড়ছে হাতির দল৷ তাতে রাতে আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে গ্রামবাসীদের৷ মঙ্গলবার রাতে হাতির দলের হানায় বাড়িঘরের লোকজন ভয়ে জুবুথুবু হয়ে পড়েন৷ কোনও রকমে ঘর থেকে বেড়িয়ে আত্মরক্ষা করলেন গ্রামবাসীরা৷

