নির্দিষ্ট সময়ের আগেই সমাপ্ত শীতকালীন অধিবেশন, ভীষণ অসন্তুষ্ট নাইডু

নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.): নির্দিষ্ট সময়ের আগেই শেষ হয়ে গেল সংসদের শীতকালীন অধিবেশন। বুধবার সংসদের উভয়কক্ষ লোকসভা ও রাজ্যসভা অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করে দেওয়া হয়। কী কেন? এজন্য বিরোধীদের হইহট্টগোলকেই দায়ী করা হচ্ছে। গত ২৯ নভেম্বর থেকে শুরু হয়েছিল এবারের শীতকালীন অধিবেশন। শেষ হওয়ার কথা ছিল ২৩ নভেম্বর, কিন্তু শেষ পর্যন্ত তা একদিন আগেই সমাপ্ত হয়ে গেল।

এবারের শীতকালীন অধিবেশনের শুরু থেকেই উত্তাল হয়েছে লোকসভা ও রাজ্যসভা। রাজ্যসভা থেকে ১২ সাংসদকে সাসপেনশন ইস্যুতে প্রায় প্রতিদিনই উত্তাল হয়েছে রাজ্যসভা, লখিমপুর খেরির ঘটনা-সহ অন্যান্য ইস্যুতে উত্তাল হয়েছে লোকসভা। এত বিক্ষোভের মধ্যেও গুরুত্বপূর্ণ বিলগুলি পাশ করিয়ে নিয়েছে কেন্দ্র। রাজ্যসভা ফলপ্রসূ হয়েছে ৪৭.৯০ শতাংশ সময় এবং লোকসভা ফলপ্রসূ হয়েছে ৮২ শতাংশ সময়। শীতকালীন অধিবেশনের গোটা সময় রাজ্যসভায় অচলাবস্থা নিয়ে এদিন অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি জানিয়েছেন, শীতকালীন অধিবেশনে রাজ্যসভা ফলপ্রসূ হয়েছে ৪৭.৯০ শতাংশ সময় এবং লোকসভা ফলপ্রসূ হয়েছে ৮২ শতাংশ সময়।