Rajnath Singh: ”প্রলয়” মিসাইলের সফল উৎক্ষেপণ, ডিআরডিও ও সমগ্র টিমকে অভিনন্দন রাজনাথের

নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.): সারফেস টু সারফেস ব্যালিস্টিক মিসাইল ”প্রলয়”-এর সফল উৎক্ষেপণ করল ভারত। বুধবার অত্যাধুনিক ”প্রলয়” ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। ১৫০ কিলোমিটার থেকে ৫০০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে টার্গেট করতে সক্ষম ”প্রলয়” ব্যালিস্টিক মিসাইল।

এই সাফল্যের জন্য ডিআরডিও ও সমগ্র টিমকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অত্যাধুনিক সারফেস টু সারফেস মিসাইল উৎক্ষেপণের জন্য প্রতিরক্ষা মন্ত্রী সমগ্র টিমের প্রশংসা করেছেন। ডিআরডিও জানিয়েছে, ১৫০ কিলোমিটার থেকে ৫০০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে টার্গেট করতে সক্ষম ”প্রলয়”।