Narendra Modi: ভারতের নতুন চিন্তা ওমিক্রন! বৃহস্পতিতে করোনা নিয়ে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.): ভারতে নতুন করে চিন্তা বাড়াচ্ছে করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন। লাফিয়ে লাফিয়ে দেশে ছড়িয়ে পড়ছে ওমিক্রন। এমতাবস্থায় বৃহস্পতিবার দেশের করোনা-পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সরকারি সূত্রে জানা গিয়েছে, দেশের কোভিড পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার পর্যালোচনা বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

বাড়তে বাড়তে ভারতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ২১৩-তে পৌঁছে গিয়েছে। দেশের মোট ১৫টি রাজ্যে সন্ধান মিলেছে ওমিক্রনের। বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লিতে করোনার নতুন প্রজাতিতে আক্রান্ত ৫৭ জন, মহারাষ্ট্রে মোট আক্রান্ত ৫৪, তেলেঙ্গানায় ২৪ জন, কর্ণাটকে ১৯ জন, রাজস্থানে ১৮ জন, কেরলে ১৫ জন, গুজরাটে ১৪ জন, জম্মু-কাশ্মীরে ৩ জন, ওডিশায় দু’জন, উত্তর প্রদেশে দু’জন, অন্ধ্রপ্রদেশে একজন, চন্ডীগড়ে একজন, লাদাখে একজন, তামিলনাড়ুতে একজন ও পশ্চিমবঙ্গে একজন।

এদিকে, বুধবারই সংসদে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও সরকারের কৌশল সম্পর্কে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশি, পীযূষ গোয়েল, কিরেণ রিজিজু, অনুরাগ সিং ঠাকুর, নীতীন গড়কড়ি প্রমুখ।