ওয়াশিংটন, ২২ ডিসেম্বর (হি.স.): করোনা-সংক্রমণ ও মৃত্যুর তালিকায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় শীর্ষে রয়েছে আমেরিকা। পাঁচ কোটির উপরে সংক্রমণ। ৮.৩০ লক্ষের বেশি মৃত্যু। করোনার ডেল্টা স্ট্রেনে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা, আমেরিকায় এবার চিন্তা বাড়াচ্ছে ওমিক্রন। সংক্ৰমণ ও মৃত্যু দ্রুত বাড়ছে মার্কিন মুলুকে। বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৮১ হাজার ২৬৪ জন, ফলে আমেরিকায় ৫২,২৫৩,৮৪৮-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের সংক্রমণ।
পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় মৃত্যু হয়েছে ১,৮১১ জনের। নতুন করে ১,৮১১ জনের মৃত্যুর পর আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৮ লক্ষ ৩০ হাজার ৯৯০ জনের। কোভিড থেকে সেরে ওঠার সংখ্যাটাও কম নয়, মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৪০,৮০১,২৩২ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ১০,৬২১,৬২৬-এ পৌঁছেছে। ওমিক্রনের বাড়বাড়ন্তে এই মুহূর্তে বেশ চিন্তায় রয়েছে জো বাইডেন প্রশাসন।

