নে পি দ, ২২ ডিসেম্বর (হি.স.): ফের ভয়াবহ ধস নামল মায়ানমারের জেড খনিতে। ভয়াবহ ধসে নিখোঁজ কমপক্ষে ৭০ জন। বুধবার ভোর চারটে নাগাদ উত্তর মায়ানমারের কাচিন স্টেটের হপাকান্ত এলাকায় জেড খনিতে ধস নামে। খনির বর্জ্য নিয়ে কমপক্ষে ৮০ জন একটি লেকে তলিয়ে যান, তাঁদের মধ্যেই ৭০ জন নিখোঁজ। খবর পাওয়ার পর সকাল সাতটা নাগাদ উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসে।
দাশি নাউ লন নামে সিভিল সোসাইটির একজন আধিকারিক জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনও মৃতদেহ উদ্ধার হয়নি। উদ্ধারকাজ চলছে। ৭০ জন নিখোঁজ হয়ে যান জেড খনিতে ধসের কারণে। কাচিন স্টেটের জেড-সমৃদ্ধ হপাকান্ত এলাকার খনিগুলির পরিকাঠামো অত্যন্ত নিম্নমানের বলে একাধিক সময়ে অভিযোগ উঠেছে। খনির মধ্যে প্রায়শই ধস-সহ অন্যান্য দুর্ঘটনার খবর মেলে। তাতে অনেকের মৃত্যুও হয়েছে। খনিগুলির আশপাশে যে গ্রামগুলি আছে, সেখানকার বাসিন্দারাও সারাক্ষণ আতঙ্কে কাটান – এই বুঝি ধস নামল।

