দিল্লি ও গুরুগ্রামের বাতাস দূষিতই, নয়ডার পরিস্তিতি আরও খারাপ!

নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.): রাজধানী দিল্লির বাতাস এখনও দূষিতই। দিল্লির পাশাপাশি খারাপ বাতাস সংলগ্ন হরিয়ানার গুরুগ্রাম ও উত্তর প্রদেশের নয়ডাতেও। বুধবার দিল্লিতে সার্বিক এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৮৫, যা ভীষণ খারাপ। পাশাপাশি গুরুগ্রাম ও নয়ডাতেও এদিন ভীষণ খারাপ ছিল বাতাস। গুরুগ্রামে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩১৯ এবং নয়ডাতে ৫০৭।

দূষণের মধ্যেও ঠাণ্ডায় রীতিমতো কাঁবু হয়ে পড়েছে দিল্লি-সহ সমগ্র উত্তর ভারত। এদিন দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা বেড়ে ৪.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। এদিনও প্রবল ঠাণ্ডায় কেঁপেছে পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার-সহ উত্তর ভারতের সমগ্র রাজ্য। সকালে দূষণ থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এদিন দিল্লির আকাশ পরিষ্কার হয়ে যায়। শীতের শিরশিরানিও বেশ ভালই মালুম হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *