কলকাতা, ২১ ডিসেম্বর (হি. স.) : ‘যত বেশি ভোট ততবেশি দায়িত্ব,’ পুরভোটের ফল দেখে প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের।
তিনি জানিয়েছেন, ‘মানুষ আমাদের দু’হাত তুলে আশীর্বাদ করেছেন। এত বড় জয় তৃণমূল কংগ্রেস কলকাতার বুকে কোনওদিন পাইনি। গত বিধানসভার নিরিখে বেশি ভোট পড়েছে কলকাতা পুরসভার ভোটে। তাই দায়িত্ব বাড়ল আমাদের। ফিরহাদের কথায়, “তৃণমূল কংগ্রেসের অনেক কাউন্সিলর এসেছে, তাদের নিয়ে কাজ করতে হবে আমাদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেস পুরবোর্ড গঠন করবে। সেখানে কাজের দায়িত্ব আরও বাড়বে, দায়বদ্ধতা বাড়বে আরও।’’

