নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রনে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দিল্লিতে আরও দু’জনের শরীরে মিলেছে ওমিক্রনের হদিশ, নতুন করে দু’জন ওমিক্রনে সংক্রমিত হওয়ার পর রাজধানীতে মোট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৪। স্বস্তির বিষয় হল, ওমিক্রনে আক্রান্ত ২৪ জনের মধ্যে ১২ জন ইতিমধ্যেই সুস্থ হয়েছেন। বাকি ১২ জনের কেউ গুরুতর অসুস্থ নন, সকলেই স্থিতিশীল রয়েছেন। তাঁদের এই মুহূর্তে চিকিৎসা চলছে।
সোমবার দিল্লির স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লিতে আরও দু’জনের শরীরে মিলেছে ওমিক্রনের হদিশ, মোট ওমিক্রন আক্রান্ত বেড়ে হল ২৪। ২৪ জনের মধ্যে ১২ জন রোগীকে ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কোনও রোগী গুরুতর অসুস্থ নন। বর্তমানে ১২ জন ওমিক্রন আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে।