কলকাতা, ২০ ডিসেম্বর (হি.স) : পুরভোটে সন্ত্রাসের অভিযোগে আদালতে সিপিএম-বিজেপি। সোমবার ২ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী দেবলীনা সরকার কলকাতা হাইকোর্টে মামলা করার অনুমতি চান। প্রধান বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। বিজেপিও পুরভোটে অনিয়মের তথ্য প্রমাণ দিয়ে অভিযোগপত্র দাখিল করার আবেদন জানিয়েছিল। সেই আবেদনও মঞ্জুর করেছেন প্রধান বিচারপতি। দুটি আবেদনেরই শুনানি ২৩ ডিসেম্বর।
রবিবার ভোট চলাকালীনই সন্ত্রাসের অভিযোগ তুলেছিল বিজেপি। সন্ধেয় বিজেপির একটি প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করেন। রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে এসেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুমকির সুরে বলেন, ‘ছাপ্পা ভোট, বুথ জ্যাম, সিসিটিভি কাগজ গিয়ে মুড়িয়ে দেওয়ার ১৫০ থেকে ২০০টি ফুটেজ আমার কাছে রয়েছে। আগামী ২৩ তারিখ পুরো নথি সহ এই সব তুলে দেব।’
শুভেন্দুর অভিযোগ, কলকাতা পুলিশ এবং নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে শাসকলদল পুরভোটকে প্রহসনের পর্যায়ে নামিয়ে এনেছে। শুভেন্দুর কথায়, ‘বাংলায় কীভাবে ভোট লুট হয়, সেটা মানুষ আজ দেখলেন। রাজ্য নির্বাচন কমিশনের কাছে পুরো বিষয়টা তুলে ধরব। তথ্যপ্রমাণ সহ হাই কোর্টে পেশ করব।’ এর পরই গোটা পুরভোটের পুনর্নির্বাচন চেয়ে কমিশনে দরবার করার কথাও জানান শুভেন্দু।
যদিও তৃণমূলের দাবি ভোট শান্তিপূর্ণই হয়েছে। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, বিরোধীরা তৃণমূলকে কালিমালিপ্ত করার পরিকল্পনা করেছিল। কলকাতা পুলিশ তা হতে দেয়নি। শান্তিপূর্ণ ভাবে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করে দিয়েছে তারা। উৎসবের মেজাজে ভোট হয়েছে।