Covid19: টেস্ট কমতেই কোভিড-সংক্ৰমণ নিম্নমুখী, ভারতে আরোগ্যের হার ৯৮.৩৯ শতাংশ

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): ভারতে দৈনিক করোনা-সংক্ৰমণ কখনও বাড়ছে, কখনও আবার কমে যাচ্ছে। রবিবার সারাদিনে ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৬৩ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ১৩২ জনের। বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার থেকে সেরে উঠেছেন ৮,০৭৭ জন, ভারতে সুস্থতার হার বেড়ে ৯৮.৩৯ শতাংশে পৌঁছে গিয়েছে। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ৮,২২,৬৭-এ পৌঁছেছে (৫৭২ দিনের মধ্যে সর্বনিম্ন), শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ১,৬৪৬ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬,৫৬৩ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.২৪ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় (রবিবার) করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১৫ লক্ষ ৮২ হাজার ০৭৯ জন প্রাপক, ফলে ভারতে সোমবার সকাল আটটা পর্যন্ত ১,৩৭,৬৭,২০,৩৫৯ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ১৩২ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৭৭,৫৫৪ জন (১.৩৭ শতাংশ)। করোনার প্রকোপের মধ্যে সুস্থতাই খানিকটা স্বস্তি দিচ্ছে, রবিবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৮,০৭৭ জন। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,৪১,৮৭,০১৭ জন করোনা-রোগী (২০২০ সালের মার্চ মাস থেকে সর্বোচ্চ), শতাংশের নিরিখে ৯৮.৩৯ শতাংশ। বিগত ৭৭ দিন ধরে দৈনিক সংক্রমণের হার ২ শতাংশের (০.৭৫ শতাংশ) কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *