পাটনা, ২০ ডিসেম্বর (হি.স.): করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রনকে সম্পূর্ণ প্রস্তুত বিহার সরকার। জানিয়ে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতীশ কুমার জানিয়েছেন, এখনও পর্যন্ত আমাদের রাজ্যে কোনও ওমিক্রন আক্রান্তের হদিশ মেলেনি। রাজ্যে সতর্কতা রয়েছে। আমরা প্রস্তুত… ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও কেউ এখনও পর্যন্ত আক্রান্ত হননি ওমিক্রনে।
নীতীশ কুমার আরও জানিয়েছেন, আপনারা জানেন, রাজ্যে প্রতিদিন সর্বাধিক সংখ্যক নমুনা পরীক্ষা করা হচ্ছে, ৫ লক্ষেরও বেশি নমুনা পরীক্ষা করা হচ্ছে রোজই। প্রসঙ্গত, দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ওমিক্রন। দিল্লি, কেরল, মহারাষ্ট্র-সহ বিভিন্ন রাজ্যে দ্রুত ছড়াচ্ছে করোনার নতুন রূপ। এমতাবস্থায় নীতীশ জানালেন ওমিক্রন ঠেকাতে বিহার সম্পূর্ণ প্রস্তুত।

