পুনে, ১৯ ডিসেম্বর (হি.স) : রবিবার মহারাষ্ট্রের পুনেতে গণপতি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একদিন সকালে মহারাষ্ট্র পুনের দাগদুশথা হলোই গণপতি মন্দিরে গণপতি দেবতার প্রতি শ্রদ্ধার্ঘ্য ও পূজা-অর্চনা নিবেদন করেন।
জানা গিয়েছে, এদিন তিনি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। যার মধ্যে অন্যতম ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পুনে শহরের দলের কর্মীদের সঙ্গে এক বৈঠকে বসবেন। এর আগে গতকাল তিনি সিরিডির সাই বাবা মন্দির পূজা নিবেদন করেন। প্রসঙ্গত গত দু’দিনের সফরে তিনি মহারাষ্ট্র সফরে গিয়েছেন।

