BRAKING NEWS

World Minority Day : সোনামুড়ায় বিশ্ব সংখ্যালঘু দিবস পালন করল বিজেপি সংখ্যালঘু মোর্চা

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১৮ ডিসেম্বর৷৷ আজ সোনামুড়া বিশ্ব সংখ্যালঘু দিবস পালন করা হয় সংখ্যা লঘু মোর্চার উদ্যোগে৷ এই প্রথম এই দিবস এিপুরা রাজ্যে পালন করা হয়৷১৯৯২ সালে জাতীসংঘে এই দিনটি পালন করা হয়েছিল৷এই অনুস্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী শ্রীমতি প্রতিমা ভৌমিক মহোদয়া, সর্বভারতীয় সংখ্যা লঘু মোর্চার সদস্য ওয়াক বোর্ডের চেয়ারম্যান বাহারুল ইসলাম মজুমদার, সংখ্যা লঘু মোর্চার রাজ্য সভাপতি শাহাপরান উদ্দিন, চার মন্ডলের সংখ্যা লঘু মোর্চার সভাপতিরা,জেলাসাপতি দেবব্রত ভট্টাচার্য প্রমুখরা৷

সভায় স্বাগত ভাষন রাখেন সোনামুড়ার গর্ব ডঃ মুস্তফা কামাল সাহেব তিনি রাজ্যের সংখ্যা লঘু দের ইতিহাস তুলে ধরেন৷ এিপুরা রাজ্যের মুসলিম ছাএ ছাএীরা বর্তমানে পেশাগত শিক্ষা যেমন ডাক্তারি ইনিনিয়ারিং বিভিন্ন ক্ষেএে এিপুরর মান সম্মানকে আরও শ্রী বৃদ্ধি করেছে৷সভায় এলাকার চার মন্ডলের তথা সোনামুড়া মহকুমার বিভিন্ন এলআকর সমাজ সেবকদের সংবর্ধনা দেওয়া হয়৷আজকের সভায় সংখ্যা লঘু অংশের মানুষের উপস্থিতি ছিল চুখে পরার মত৷এই সভায় বরনায়ন এর একটি মাদ্রাসাকে দশম শ্রেনি থেকে দ্বাদশ শ্রেণিতে করার প্রতিশ্রুতি করেন৷ আরও আবেদন করেন সোনামুড়া মহকুমায় ভাল মানের দুয়েকটা ইংলিশ মিডিয়াম বিদ্যালয় করার জন্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *