BRAKING NEWS

Distribution : খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের উদ্যোগে মৌমাছি পালকদের সরঞ্জাম বিতরণ

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৮ ডিসেম্বর৷৷ ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের উদ্দ্যোগে মৌমাছি পালনের জন্য বিভিন্নপ্রকারের সরঞ্জাম বিতরনকরাহয়৷ কেন্দ্রীয়সরকার ও রাজ্যসরকার লোকজনদের উন্নয়নপ্রকল্পে প্রতিনিয়ত নানান পরিকল্পনা গ্রহনকরেযাচ্ছে৷ এরইমধ্যে রাজ্যসরকার লোকজনদের আর্থিক সাবলম্বীহিসাবে গড়েতোলার লক্ষ্যে বিভিন্নপ্রকারের স্কীমের মাধ্যমে সাহায্যের হাতবাড়ীয়েদিয়েছে৷


রাজ্যসরকারের এই চিন্তাভাবনাকে সফল করতে ও রাজ্যে মধুর যোগান বাড়ীয়ে মৌমাছি চাষীদের সাহায্যার্থে বিশেষ কর্মসূচী হাতেনিয়েছে ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদ৷ উনাদের উদ্দ্যোগে সারারাজ্যে বেনিফিসারী নির্ধারনকরে মৌমাছি পালনের ওপর বিশেষ প্রশিক্ষনপ্রদানকর্৷ তারপাশাপাশি বেনিফিসারীদের মধ্যে বিনামূল্যে মৌমাছি পালনেরজন্য ও মধু সংগ্রহের জন্য বিভিন্ন প্রকারের সরঞ্জাম বিতরনকরাহচ্ছে৷ এরইমধ্যে বগাফা ব্লকের অধীনে ২২ জন বেনিফিসারী নির্ধারনকরে ৫ দিনের বিশেষ প্রশিক্ষনশেষে শনিবার বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির হলঘরে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে বেনিফিসারীদের মৌমাছি পালনের জন্য ও মধুসংগ্রহের উন্নতমানের সরঞ্জাম প্রদানকরাহয়৷


প্রশিক্ষনশেষে বেনিফিসারীদের সার্টেফিকেট প্রদানকরাহয়৷ এইপ্রশিক্ষন পেয়ে বেনিফিসারীরা খোবই খুশি৷ সকলে রাজ্যসরকারকে ও খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদকে ধন্যবাদ জানিয়েছেন৷ বেনিফিসারীরা আশাবাদী এই প্রশিক্ষছন ও সরঞ্জাম পেয়ে উনারা আগামীদিনে মৌমাছি পালনকরে আর্থিক সাবলম্বীহয়ে উঠতে পারবে৷ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের সদস্য শম্ভু মানিক, বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়াম্যান শ্রীদাম দাস সহ অন্যান্যরা৷ আজকের এই অনুষ্ঠান সম্পর্কে ও প্রশিক্ষন সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে কিছু বক্তব্যতুলেধরেন শম্ভু মানিক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *