নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পার্লের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সঙ্গে ফরাসি প্রতিরক্ষা মন্ত্রীর সাক্ষাতের একটি ছবি টুইট করেছেন ভারতে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ইমানুয়েল লেনাইন। ফরাসি প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক নানা বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
টুইট করে ভারতে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ইমানুয়েল লেনাইন জানিয়েছেন, “ক্রমবর্ধমান অস্থিরতার বিশ্বে, ভারতকে একটি বহুমুখী শৃঙ্খলা তৈরি করতে, আইনের শাসন রক্ষা করতে এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধান শক্তি ও অংশীদার হিসেবে দেখছে ফ্রান্স।” শুধু প্রধানমন্ত্রী নন, এদিন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী।