Supreme Court: পেগাসাস নিয়ে রাজ্যের তৈরি কমিশনের তদন্তে স্থগিতাদেশ সুপ্রিমকোর্টের

নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স) : পেগাসাস নিয়ে রাজ্যের তৈরি কমিশনের তদন্তে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়, রাজ্যের তৈরি কমিশনকে আপাতত তদন্ত বন্ধ রাখতে হবে। পেগাসাস-কাণ্ডে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন ভীমরাও লকুর এবং কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকারের কমিশন কাজও শুরু করে দিয়েছে।

কমিশনের তরফে ভোটকুশলী প্রশান্ত কিশোর, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী সহ বেশ কয়েকজনকে নোটিস পাঠানো হয়েছে। প্রধান বিচারপতি রমানা, বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি হিমা কোহলির বেঞ্চ কমিশনের তদন্তকে চ্যালেঞ্জ করে করা একটি আবেদনের শুনানি করছেন। কমিশনের কার্যক্রম পরিচালনার বিষয়ে অসন্তুষ্টি প্রকাশ করে বেঞ্চ। কীভাবে সমান্তরাল তদন্ত চলে, সেই প্রশ্নও তোলা হয়।

মামলাকারীর আইনজীবীর তরফে অভিযোগ করা হয়, শীর্ষ আদালতের তরফে তদন্ত কমিটি গঠন করার পরেও পশ্চিমবঙ্গ সরকার আলাদাভাবে তদন্ত চালাচ্ছে। আদালতের কোনও নির্দেশ ছাড়াই রাজ্যের তদন্ত কমিশন সমান্তরালভাবে কাজ চালাচ্ছে। রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি বৃহস্পতিবার আদালতে অনুপস্থিত ছিলেন। রাজ্যের তরফে জানানো হয়, শুক্রবার এই বিষয়ে নির্দেশ দেওয়া হবে।