Militants : স্বাভাবিক জীবনে ফিরল এনএলএফটি গোষ্ঠীর কট্টর জঙ্গী

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৬ ডিসেম্বর৷৷ জঙ্গী জীবন ভালো লাগেনা৷ মানুষের কাছে দাম ও পাওয়া যায় না৷ এমনটাই বললেন, স্বাভাবিক জীবনে ফিরে এসে এন এন এফ টি বিশ্বমোহন গোষ্ঠীর সদস্য বিনয় ত্রিপুরা৷ বাড়ি মনু থানাধীন রমণী পাড়া এলাকায়৷
সংবাদে জানা যায়, এনএলএফটি বিশ্ব মোহন গোষ্ঠীর একজন সদস্যদের সঙ্গে জঙ্গলে চলে যায় বিনয় ত্রিপুরা৷ সেখান থেকেই বাংলাদেশ চলে গিয়ে বিশ্ব মোহন গোষ্ঠীর জঙ্গী গোষ্ঠীর খাতায় নাম লেখান৷ সেখান থেকে থেকে জঙ্গী গোষ্ঠীর হয়ে কাজ করতে থাকে বিনয় ত্রিপুরা৷


দীর্ঘদিন ধরেই সে ভাবছে স্বাভাবিক জীবনে ফিরে আসার৷ সুযোগ বুঝে বাংলাদেশ থেকে বৃহস্পতিবার ছামনু থানাধীন গোবিন্দ বাড়ি এলাকার আসাম রাইফেল ১৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের হাতে আত্মসমর্থন করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আবেদন করে বৃহস্পতিবার৷ গোবিন্দ বাড়ি ক্যাম্প থেকে তাকে প্রথমে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসা হয় পরবর্তীতে আগরতলার উদ্দেশ্যে রওনা দেয় স্বাভাবিক জীবনে ফিরে আসা আত্নসমর্পণকারী বিশ্ব মোহন গোষ্ঠীর সদস্য বিনয় ত্রিপুরা৷ তবে এখনো বাংলাদেশের জঙ্গি ঘাঁটিতে যে জঙ্গী ঘাঁটি রয়েছে তা প্রমাণিত হল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *