কলকাতা, ১৬ ডিসেম্বর (হি.স) : বিরাট কোহলীকে নিয়ে তৈরি হওয়া বিতর্কে অবশেষে মুখ খুললেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। কোহলী-বিতর্ক নিয়ে প্রশ্নের উত্তরে সৌরভ বললেন, বিষয়টি খুবই স্পর্শকাতর। যে বিতর্ক তৈরি হয়েছে তা নিয়ে বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
বৃহস্পতিবার সকাল থেকেই সৌরভের বাড়ির সামনে ভিড় ছিল সংবাদমাধ্যমের। বুধবার কোহলী সাংবাদিক বৈঠকে বিস্ফোরণ ঘটানোর পর থেকে সংবাদমাধ্যমের সামনে আসেননি সৌরভ। কিন্তু বৃহস্পতিবার দুপুরে তিনি বাড়ি থেকে বেরোন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রথমে সৌরভ এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। কিন্তু একের পর এক প্রশ্ন ছুড়ে দেওয়া হলে তিনি বলেন, “এটি খুবই স্পর্শকাতর বিষয়। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এটা নিয়ে বোর্ড যা ব্যবস্থা নেওয়া সেটা সঠিক সময়েই নেবে।” এছাড়া সৌরভ আর কোনও প্রশ্নের উত্তর দেননি। তাঁর বাড়ির সংলগ্ন দফতরে তিনি ঢুকে যান।
প্রসঙ্গত, কোহলি অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে বুধবার সাংবাদিক বৈঠকে কোহলি বলেন, “বোর্ডের সঙ্গে কথা হয়েছিল। বিসিসিআইকে আমি জানিয়েছিলাম টি-২০ অধিনায়কত্ব ছাড়তে চাই। ওরা সেটা মেনে নেয়। সেখানে কোনও না ছিল না। আমাকে বলা হয়েছিল এটা খুবই ইতিবাচক পদক্ষেপ। সেই সময় জানিয়েছিলাম টেস্ট এবং একদিনের ক্রিকেটে আমি অধিনায়কত্ব করব। আমার দিক থেকে আমি পরিষ্কার ছিলাম। কিন্তু বোর্ডের কর্মকর্তারা এবং নির্বাচকরা বোধ হয় তেমনটা ভাবেননি। তারা মনে করেছেন একদিনের ক্রিকেটে আমার অধিনায়কত্ব করার প্রয়োজন নেই, আমি মেনে নিয়েছি।”

