Narendra Modi: বিজয় দিবসে বীরত্বকে স্মরণ প্রধানমন্ত্রীর, বললেন অত্যাচারী শক্তিকে আমরা হারিয়েছি

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): ৫০ তম বিজয় দিবসে মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহসীদের মহান বীরত্ব ও আত্মত্যাগের কথা স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, একসঙ্গে আমরা অত্যাচারী শক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছি ও হারিয়েছি। বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের যাওয়াকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, “৫০ তম বিজয় দিবসে মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহসীদের মহান বীরত্ব ও আত্মত্যাগের কথা আমি স্মরণ করছি। একসঙ্গে আমরা অত্যাচারী শক্তির বিরুদ্ধে লড়াই করেছি ও হারিয়েছি। ঢাকায় রাষ্ট্রপতিজির উপস্থিতি প্রতিটি ভারতীয়ের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”