Rajnath Singh: সশস্ত্র বাহিনী ও তাঁদের কৃতিত্বের জন্য ভারত গর্বিত : রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): ‘স্বর্ণিম বিজয় দিবস’-এ একাত্তরের যুদ্ধে ভারতের সশস্ত্র বাহিনীর সাহস ও আত্মত্যাগকে স্মরণ করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অত্যন্ত গর্বের সঙ্গে রাজনাথ সিং জানিয়েছেন, আমাদের সশস্ত্র বাহিনী ও তাঁদের কৃতিত্বের জন্য ভারত গর্বিত। একইসঙ্গে রাজনাথ জানিয়েছেন, ১৯৭১ সালের যুদ্ধ ভারতের সামরিক ইতিহাসের সোনালী অধ্যায়।

বৃহস্পতিবার সকালে টুইট করে প্রতিরক্ষা মন্ত্রী নিজের মনের ভাব ব্যক্ত করে জানিয়েছেন, “স্বর্ণিম বিজয় দিবস’-এ ১৯৭১-এর যুদ্ধে ভারতের সশস্ত্র বাহিনীর সাহস ও আত্মত্যাগকে আমরা স্মরণ করছি। ১৯৭১ সালের যুদ্ধ ভারতের সামরিক ইতিহাসের সোনালী অধ্যায়। আমাদের সশস্ত্র বাহিনী ও তাঁদের কৃতিত্বের জন্য ভারত সর্বদা গর্বিত থাকবে।”