Satyendra jain: দিল্লিতে ওমিক্রনে সংক্রমিত বেড়ে ১০, সকলেই স্থিতিশীল : সত্যেন্দ্র জৈন

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রনের প্রকোপ বেড়েই চলছে। দিল্লিতে আরও ৪ জনের শরীরে মিলেছে ওমিক্রনের হদিশ, নতুন করে ৪ জন ওমিক্রনে সংক্রমিত হওয়ার পর রাজধানীতে মোট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১০। তবে, কেউ গুরুতর অসুস্থ নন, সকলেই স্থিতিশীল রয়েছেন।

বৃহস্পতিবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, দিল্লিতে আরও ৪ জনের শরীরে মিলেছে ওমিক্রনের হদিশ, মোট ওমিক্রন আক্রান্ত বেড়ে হল ১০। ১০ জনের মধ্যে একজন রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ৯ জন লোক নায়েক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কোনও রোগী গুরুতর অসুস্থ নন। সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, বর্তমানে ৪০ জন করোনা রোগী লোক নায়েক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *