BSF Tripura: নেশা সামগ্রী উদ্ধার এবং গবাদী পশু পাচার রুখে দিল বিএসএফ, উদ্ধার সামগ্রীর বাজার মূল্য ২৩ লক্ষাধিক টাকা

আগরতলা, ১৫ ডিসেম্বর (হি. স.) : নেশা বিরোধী অভিযান এবং পাচারের বিরুদ্ধে আবারও সাফল্য পেয়েছে বিএসএফ। ধ্বংস করেছে গাজা চাষ। বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিকের দাবি, উদ্ধার করা সামগ্রীর বাজার মূল্য ২৩ লক্ষাধিক টাকা। তাঁর দাবি, ১৩৪ কেজি গাঁজা, ৫৯ বোতল বিদেশী মদ, ৩০ বোতল ফেন্সিডিল সাথে অন্যান্য নেশা সামগ্রী এবং ৬টি গবাদি পশু একাধিক স্থানে অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে। পুলিশ এবং কাস্টমসের সাথে যৌথ অভিযানে ওই সাফল্য মিলেছে।


তিনি জানান, গোয়েন্দা খবরের ভিত্তিতে মঙ্গলবার গকুলনগরস্থিত বিএসএফের ১৫০ নম্বর ব্যাটেলিয়নের বক্সনগর বিওপি-র জওয়ানরা ৮২ কেজি গাজা উদ্ধার করেছে। যার বাজার মূল্য ৪ লক্ষ ১০ হাজার টাকা হবে। তিনি বলেন, উদ্ধার করা গাঁজা সিপাহীজলা জেলায় সোনামুড়া মহকুমার কলমচৌরা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।


তেমনি অন্য আরেকটি খবরের ভিত্তিতে বিএসএফ জওয়ানরা বেআইনি নেশা সামগ্রী উদ্ধার করেছে। উদ্ধার করা নেশা সামগ্রীর বাজার মূল্য ৮ লক্ষ ১৭ হাজার ৪২৫ টাকা হবে, জানান তিনি। ওই নেশা সামগ্রীগুলি সোনামুড়া কাস্টমসের হাতে তুলে দেওয়া হয়েছে, বলেন তিনি।


এদিকে, আজ গোপন খবরের ভিত্তিতে কমলপুর থানার পুলিশ এবং বিএসএফ ১২৪ ও ৯ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা যৌথ অভিযানে নেমে পশ্চিম ত্রিপুরা জেলায় মোহনপুর মহকুমায় সুন্দরটিলা থানার অধীন সিমনা গ্রামের নিকটবর্তী জঙ্গলে ২০ হাজার গাজার চারা ধ্বংস করা হয়েছে, বলেন তিনি।


বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিকের দাবি, নেশা এবং পাচারের বিরুদ্ধে লাগাতর অভিযান জারি রয়েছে। তাতে যে সাফল্য মিলছে, তা একা ভাগ করে নেওয়ার সুযোগ নেই। কারণ, ত্রিপুরা পুলিশ এবং কাস্টমস যৌথভাবে সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছে। তাই, সবকিছু সম্ভব হচ্ছে