NH8: আঠারমুড়ায় জাতীয় সড়ক চার লেন করার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে

আগরতলা, ১৩ ডিসেম্বর : আঠারমুড়ায় জাতীয় সড়ক চার লেন করার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। আগামী বিধানসভা নির্বাচনের আগেই চার লেন জাতীয় সড়ক চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের। সেই লক্ষ্যকে সামনে রেখেই কাজের গতি বাড়ানো হয়েছে।

জাতীয় সড়কে চার লেনের রাস্তার কাজ চলছে জোর গতিতে। টানা তিন মাস ধরে কাজ চলছে। চার লেনের রাস্তার কাজ হচ্ছে গুণমান সম্পন্ন ভাবে। কাজটি করছে বহিঃরাজ্যের একটি নির্মান সংস্থা। দ্রুত গতিতে কাজ চলতে থাকার কারণে সামান্য ত্রুটি বিচ্যুতি হচ্ছে। ওই সব সমস্যা গুলিও নিরসন হয়ে যাবে বলে জানান ওই নির্মান সংস্থার জনৈক কর্মী।

এই কাজে আঠারো মুড়া পাহাড়ে সংস্থার সুপার ভাইজার দীপক দেববর্মা জানান, চার লেনের কাজে কেবল বৃষ্টির দিনগুলিতে অসুবিধার সৃষ্টি হয়েছে। বৃষ্টির দিনে রাস্তা মূলত কদমাক্ত হয়ে পড়ে। যার ফলে পাহাড়ের মাটি ভেঙে অনেক সময় ধ্বস পড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। আঠারোমুড়া পাহাড়ের ৪৩ মাইল এলাকায় তিনটি জেসিবি অনবরত কাজ করছে। এছাড়াও বৃষ্টির দিনে রাস্তাটি কর্দমাক্ত হয়ে ওঠার কারণে ছোট-বড় যান দুর্ঘটনার ঘটনা ঘটে থাকে। ওইসব ত্রুটি-বিচ্যুতি গুলি নিরসনের জন্য চার লেনের কাজ চলছে জোর গতিতে বলে জানিয়েছেন দীপক বাবু।

জাতীয় সড়ক চার লাইনের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য একদিকে যেমন রাজ্য সরকারের তরফ থেকে নির্মাণকারী সংস্থা ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে ঠিক তেমনি স্থানীয় জনগণ রাস্তার কাজের গুণগত মান বজায় রাখার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।