Kareena kapoor: করোনায় আক্রান্ত করিনা কাপুর, অমৃতা অরোরার শরীরেও কোভিড সংক্ৰমণ

মুম্বই, ১৩ ডিসেম্বর (হি.স.): করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান। কোভিডে সংক্রমিত হয়েছেন করিনার প্রিয় বান্ধবী ও অভিনেত্রী অমৃতা অরোরাও। উভয়ের বিরুদ্ধে করোনা-বিধি লঙ্ঘনের অভিযোগও উঠেছে। বৃহন্মুম্বই পৌর নিগম (বিএমসি) জানিয়েছে, অভিনেত্রী করিনা কাপুর ও অমৃতা অরোরা দু’জনেই কোভিড নিয়ম লঙ্ঘন করেছেন এবং বেশ কয়েকটি পার্টিতে যোগ দিয়েছিলেন। দুই অভিনেত্রীর সান্নিধ্যে আসা সকলকে আরটি-পিসিআর পরীক্ষা করার নির্দেশ দিয়েছে বিএমসি।

সোমবার করিনা কাপুর ও তাঁর অত্যন্ত কাছের বান্ধবী অমৃতা অরোরার করোনা-রিপোর্ট পজিটিভ এসেছে। খুব সম্প্রতি মুম্বইতে অনিল কাপুরের মেয়ে রিয়া কাপুর তাঁদের বাড়িতে একটি পার্টির আয়োজন করেছিলেন, সেই পার্টিতে অংশ নিয়েছিলেন প্রিয় দুই বান্ধবী। এরপর সোমবার জানা যায়, করিনা ও তাঁর বান্ধবী করোনায় সংক্রমিত হয়েছেন।