Ramnath Kovind: সংসদ হামলার ২০ বছর, শহিদদের স্মরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী-সহ বিশিষ্টদের

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.): সংসদ ভবনে ‘কাপুরুষোচিত’ হামলার ঘটনা কখনও ভুলতে পারবে না ভারত। সংসদে জঙ্গি হানার ২০ তম বর্ষপূর্তিতে শহিদদের স্মরণ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ।

২০০১-র ১৩ ডিসেম্বর লস্কর-ই-তইবা এবং জইশ-ই-মহম্মদের পাঁচ আত্মঘাতী জঙ্গি ঢুকে পড়েছিল সংসদ চত্বরে। জঙ্গিরা মারা পড়ে। তবে তাদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান আট নিরাপত্তাকর্মী। নিহত হয়েছিলেন সংসদের এক মালিও। সোমবার সংসদ চত্বরে তাঁদের প্রতি শ্রদ্ধা জানান উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু, লোকসভার স্পিকার ওম বিড়লা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে প্রমুখ।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এদিন সকালে টুইট করে জানিয়েছেন, “২০০১ সালের আজকের দিন নিজেদের জীবন উৎসর্গ করা সাহসী নিরাপত্তাকর্মীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। সর্বোচ্চ আত্মত্যাগের জন্য দেশ চিরকাল তাঁদের প্রতি কৃতজ্ঞ থাকবে।” প্রধানমন্ত্রী টুইট করে লেখেন, “২০০১ সালে সংসদ হামলার সময় শহিদ নিরাপত্তাকর্মীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছি। দেশের প্রতি তাঁদের সেবা এবং সর্বোচ্চ আত্মত্যাগ প্রতিটি নাগরিককে অনুপ্রাণিত করে চলেছে।”