নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে হল দুই। জিম্বাবোয়ে আগত এক ব্যক্তির শরীরে হদিশ মিলেছে কোভিডের নতুন প্রজাতির। ওই ব্যক্তি দক্ষিণ আফ্রিকাতেও গিয়েছিলেন। শনিবার দিল্লি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লিতে আরও একজনের শরীরে ওমিক্রনের হদিশ মিলেছে। সম্পূর্ণ টিকা নেওয়া ওই ব্যক্তি জিম্বাবোয়ে থেকে ফিরেছেন, তিনি দক্ষিণ আফ্রিকাতেও গিয়েছিলেন।
ভারতের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে করোনার নতুন প্রজাতি ওমিক্রন। মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট-প্রভৃতি রাজ্যে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। ভারতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৩০ ছাড়িয়ে গিয়েছে। ওমিক্রনের বাড়বাড়ন্তে চিন্তা বাড়ছে স্বাস্থ্য কর্তাদের।