নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.): রবিবার দিল্লির বিজ্ঞান ভবনে ব্যাঙ্ক ডিপোজিট ইন্স্যুরেন্স কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। “আমানতকারীরা সর্বাগ্রে : ৫ লক্ষ টাকা পর্যন্ত গ্যারান্টিযুক্ত সময়সীমা আমানত বীমা প্রদান” অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস প্রমুখ।
প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, সমস্ত বাণিজ্যিক ব্যাঙ্কে সঞ্চয়, স্থায়ী, বর্তমান এবং রেকারিং আমানতের মতো সমস্ত আমানত ডিপোজিট ইন্স্যুরেন্স-এর অন্তর্ভুক্ত। অভূতপূর্ব এই সংস্কারে ব্যাঙ্ক ডিপোজিট ইন্স্যুরেন্স ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে।