করোনার বাড়বাড়ন্তে নাজেহাল রাশিয়া, মৃত্যু ও সংক্রমণ ক্রমাগত বাড়ছে

মস্কো, ১০ ডিসেম্বর (হি.স.): রাশিয়ায় করোনা-সংক্রমণ ফের মারণ চেহারা নিয়েছে। মাসের পর মাস ধরে ক্রমাগত বাড়তে শুরু করেছে সংক্রমণ। প্রতিদিনই মৃত্যু হচ্ছে হাজারেরও বেশি রোগীর। রাশিয়ায় বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ১,১৭৬ জন রোগীর। নতুন করে ১ হাজার ১৭৬ জনের মৃত্যুর পর রাশিয়ায় এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৮৭,১৮০ জনের।

ইউরোপের অন্যান্য দেশগুলির মধ্যে কোভিডে আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে সর্বাধিক রাশিয়াতেই। মৃত্যুর পাশাপাশি নতুন আক্রান্তের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে রাশিয়ায়। বিগত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০,৮৭৩ জন। ফলে রাশিয়ায় মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৯,৯৫৬,৬৭৯ জন। ইতিমধ্যেই রাশিয়ায় করোনার থেকে সেরে উঠেছেন ৮,৬৭৩,৫১৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *