শনিবার সরযূ নাহার জাতীয় প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন প্রায় ২৯ লক্ষ কৃষক

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): শনিবার, ১১ ডিসেম্বর উত্তর প্রদেশের বলরামপুরে সরযূ নাহার জাতীয় প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্প উদ্বোধন হলে উপকৃত হবেন ৬ হাজার ২০০ গ্রামের প্রায় ২৯ লক্ষ কৃষক। পাশাপাশি ১৪ লক্ষ হেক্টরের বেশি সেচ জমিতে নিশ্চিত জল সরবরাহ প্রদান করবে। সরযূ নাহার জাতীয় প্রকল্পের মাধ্যমে পূর্ব উত্তর প্রদেশের ৯টি জেলা-বাহরাইচ, শ্রাবস্তী, বলরামপুর, গোন্ডা, সিদ্ধার্থনগর, বাস্তি, সন্ত কবির নগর, গোরক্ষপুর এবং মহারাজগঞ্জ জেলা উপকৃত হবে।

শুক্রবার প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, শনিবার উত্তর প্রদেশের বলরামপুরে সরযূ নাহার জাতীয় প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরযূ নাহার জাতীয় প্রকল্পটি ৯৮০০ কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত হয়েছে, যার মধ্যে বুগত ৪ বছরে ৪,৬০০ কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছিল। সরযূ নাহার জাতীয় প্রকল্পের মাধ্যমে পূর্ব উত্তর প্রদেশের ৯টি জেলা-বাহরাইচ, শ্রাবস্তী, বলরামপুর, গোন্ডা, সিদ্ধার্থনগর, বাস্তি, সন্ত কবির নগর, গোরক্ষপুর এবং মহারাজগঞ্জ জেলা উপকৃত হবে।

প্রধানমন্ত্রীর দফতর থেকে আরও জানানো হয়েছে, ওই অঞ্চলে জল সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য এই প্রকল্প ৫টি নদী- ঘাঘরা, সরযূ, রাপ্তি, বানগঙ্গা এবং রোহিণীর সঙ্গে যুক্ত। এই প্রকল্প উদ্বোধন হওয়ার পর উপকৃত হবেন ৬ হাজার ২০০ গ্রামের প্রায় ২৯ লক্ষ কৃষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *