লখনউ, ১০ ডিসেম্বর (হি.স.): সম্প্রতি নিজস্ব ধর্মে ফিরে এসেছেন জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগী, স্বধর্মে ফিরে আসা জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগীকে শুক্রবার বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়ে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রী মিলিন্দ পারান্ডে। মিলিন্দ পারান্ডে বলেছেন, জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগীর এই সিদ্ধান্ত অভিনন্দনের যোগ্য। তাঁর এই সিদ্ধান্তে সেই সমস্ত মানুষজন অনুপ্রাণিত হবেন, যাঁরা স্বধর্মে ফিরে আসতে ইচ্ছুক। ভুল শুধরে স্বধর্মে ফিরে আসাই মানব ধর্ম। যাঁরা হিন্দু ধর্মে ফিরে যেতে চান তাঁদের আমরা আন্তরিকভাবে স্বাগত জানাব।
বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রী মিলিন্দ পারান্ডে আরও বলেছেন, “শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ওয়াসিম রিজভি বিগত কয়েক বছর ধরে মুসলিম সমাজের কুরীতি এবং গোঁড়ামি রুখতে অনেক অভূতপূর্ব প্রচেষ্টা করেছিলেন, কিন্তু ইসলামী জিহাদি এবং মৌলবাদীরা নিজেদের পায়ে আঘাত করাকেই উপযুক্ত বলে মনে করেছে। মুসলিম সমাজের বুদ্ধিদীপ্ত অংশকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ইসলামী মৌলবাদকে নির্মূল করার উদ্যোগ নেওয়া উচিত। তা নাহলে বাকিরা যে জিহাদি মানসিকতা ও ধর্মান্ধতায় ভুগছে, তা ইসলামকেও গ্রাস করবে।
বিশ্ব হিন্দু পরিষদের লখনউয়ে অবস্থিত রাম ভবনে কার্যালয়ে জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগীকে স্বাগত জানিয়ে মিলিন্দ পারান্ডে আরও বলেছেন, শ্রী রাম জন্মভূমির মুক্তির প্রেক্ষাপটে জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগী যে কাজ করেছেন সে জন্য তিনি কৃতজ্ঞতার যোগ্য। আমরা সকলকে ভুল শুধরে নিজ ধর্মে ফিরে আসার আহ্বান জানাই। হিন্দু সমাজ তাঁদের আন্তরিকভাবে স্বাগত জানাবে।