রেপো রেট ফের অপরিবর্তিত, ৩.৩৫ শতাংশেই থাকল রিভার্স রেপো রেট

মুম্বই, ৮ ডিসেম্বর (হি.স.): রেপো রেট (যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া) পুনরায় অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই), অপরিবর্তিত রাখা হয়েছে রিভার্স রেপো রেটও। অপরিবর্তিত থাকার পর বর্তমানে রেপো রেট ৪ শতাংশ এবং রিভার্স রেপো রেট ৩.৩৫ শতাংশ। বুধবার আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, মুদ্রানীতি কমিটি সর্বসম্মতভাবে রেপো রেট ৪ শতাংশ রাখার পক্ষেই মতামত দিয়েছে। মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি (এমএসএফ) হার এবং ব্যাঙ্ক রেট ৪.২৫ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে এবং রিভার্স রেপো রেট ৩.৩৫ শতাংশে অপরিবর্তিত রয়েছে।

একইসঙ্গে আরবিআই গভর্নর জানিয়েছেন, ২০২১-২২ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধি ৯.৫ শতাংশ অনুমান করা হয়েছে। সিপিআই মুদ্রাস্ফীতি ২০২১-২০২২ অর্থবছরের জন্য ৫.৩ শতাংশ অনুমান করা হয়েছে। এদিন মুদ্রানীতি কমিটির বৈঠকের পর শক্তিকান্ত দাস জানিয়েছেন, “পেট্রোল ও ডিজেলের ওপর থেকে আবগারি শুল্ক এবং ভ্যাটের সাম্প্রতিক হ্রাস ক্রয় ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ব্যবহারের চাহিদাকে বাড়াবে৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *